শেয়ার্ড একাউন্ট টার্মস এন্ড কন্ডিশন
কেন শেয়ার্ড একাউন্ট বিক্রি করা হয় এবং কাদের জন্য এই একাউন্টঃ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ছাত্রদের বা মধ্যবিত্তদের পক্ষে আমেরিকা, ইউরোপের মত এত দাম দিয়ে এডুকেশনাল টুল কিংবা এণ্টারটেইনম্যান্ট সাইট গুলো কিনা সম্ভব নয়। অনেকের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড না থাকার কারণেও কিনতে পারছে না। আমাদের ক্ষুদ্র প্রয়াসে তাদের কাছে কম দামে পৌঁছে দিচ্ছি এক একাউন্ট কয়েক জনের কাছে বিক্রি করে শেয়ার্ড বেসিসে। যার কারণে খরচ টা অনেকাংশে কমে আসে।
- শেয়ার্ড একাউন্ট বলতে বুঝায় একটা একাউন্ট কয়েকজন মিলে ব্যবহার করবে।
- ডিভাইস লিমিট বা লগইন লিমিট যদি কাষ্টমার কর্তৃক না মানা হয় এই ক্ষেত্রে ওয়ারেন্টি ভায়োলেশন হবে এবং সাথে সাথে সার্ভিস ক্যান্সেল করা হবে। এইক্ষেত্রে কোন রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে নাহ।
- এক-একটি প্রডাক্ট এক একটি প্রসেসে শেয়ার করা হয়। তাই প্রডাক্ট কিনার ক্ষেত্রে প্রডাক্ট ডেসক্রিপশন ভালোভাবে চেক করুন।
- শেয়ার্ড একাউন্ট হলেও কাষ্টমার যারা ক্রয় করেছে সকলে সম্পুর্ন সময়ের জন্য ব্যবহার করতে পারবে। অর্থাৎ ব্যবহারের কোন লিমিট থাকবে না কিন্তু ডিভাইস লিমিট বা লগইন লিমিট থাকবে।
- শেয়ার্ড একাউন্ট এর ক্ষেত্রে DiGiTAL Seba নিজস্ব ইমেইলে সাবস্ক্রিপসন দেওয়া হবে। পার্সোনাল একাউন্ট কাস্টমার চাইলেতার নিজেদের ইমেইলে নিতে পারবে।
- DiGiTAL Seba কর্তৃক ক্রয়কৃত কোন একাউন্ট কারো সাথে শেয়ার করা সম্পুর্ন নিষিদ্ধ। শুধুমাত্র ব্যাক্তিগত ব্যাবহারের জন্যই আমরা বিক্রি করে থাকি।
- DiGiTAL Seba কর্তৃক ক্রয়কৃত কোন একাউন্ট অনুমতি ছাড়া রিসেল করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে কাস্টমার ম্যানুপুলেশনের যাবতীয় দায়ভার সেই অপরাধীর উপর বর্তাবে।